ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২১, ১৫:৫৮  
আপডেট :
 ১৪ মে ২০২১, ১৬:০৫

গোপালগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
ছবি- প্রতিনিধি

গাড়ি চলাচল, আর্থিক সহায়তাসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস-ট্রাক মালিক ও শ্রমিকেরা। শুক্রবার জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচী পালন করেন।

এদিন বেলা ১২টায় জেলা শহরের বেদগ্রাম বাস টার্মিনালের সামনে ঢাকা-খুলনা সহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন মালিক ও শ্রমিকেরা। এসময় তারা ৫ দাফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন ধরনরে লেখা প্লাকার্ড প্রদর্শন করেন।

দাবিগুলো হলো- সড়ক মহাসড়কে বাস-ট্রাক চলাচল, শ্রমিকদের ১০ টাকা মূল্যের চাল দেয়া, এক বছরের ট্যাক্স মওকুফ, ঈদ বোনাস ও আর্থিক সহায়তা।

মানববন্ধন চলাকালে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মো: বুলবুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক কাজী সাঈদ, শমিক নেতা সরু মোল্যা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আল আমিন মোল্যা, সাধারন সম্পাদক মিচু কাজী বক্তব্য রাখেন।

পরে মানববন্ধন শেষে ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় তারা ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত