ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

জামায়াত নেতা শাহজাহান ৩ দিনের রিমান্ডে

  চট্টগ্রাম প্র্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২১, ১৮:২০

জামায়াত নেতা শাহজাহান ৩ দিনের রিমান্ডে
ছবি- প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী থানায় হেফজতের সহিংসতায় মামলায় জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার বিকাল ৩ টার দিকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এই আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ূন কবীর জানান, হাটহাজারী থানার হেফাজতের তাণ্ডবের মামলায় তার ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে শুক্রবার গভীর রাতে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শাহজাহান চৌধুরী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও ঈদ করতে ঈদের আগের দিন রাতে গ্রামের বাড়িতে আসেন। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: জামায়াতের সাবেক সাংসদ গ্রেপ্তার

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত