ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

জামালপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২১, ২০:১৯

জামালপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের দুই উপজেলায় পৃথক বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে বকশিগঞ্জে তিনজন ও সরিষাবাড়িতে একজনের মৃত্যু হয়।

শুক্রবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে বকশিগঞ্জের মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ও পূর্ব কলকিহারা গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান বলেন, বিকালে বৃষ্টির সময় পাট ক্ষেতে কাজ করার সময় উজান কলকিহারা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুল খলিল (৬০) মারা যান। এছাড়া পূর্ব কলকিহারা গ্রামের মফিজুরের ছেলে হরবাদশাহ (৫০) ও আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) বৃষ্টির সময় খড় উঠাতে গিয়ে বজ্রপাতে মারা যান।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, বজ্রপাতে ৩ জন মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।

আরও পড়ুন: জয়পুরহাটে বজ্রপাতে দুইজনের মৃত্যু

অন্যদিকে সরিষাবাড়িতে রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়ি ফেরার পথে রানা মিয়া (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বিকাল ৫টার দিকে উপজেলার আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা মিয়া উপজেলার সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানায়, বিকাল ৫টার দিকে রাজমিস্ত্রীর কাজ শেষে চিকাজানি থেকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছিলেন রানা মিয়া। আকন্দপাড়া এলাকায় পৌঁছলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোহাব্বত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত