ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে দ্বিতীয় পর্যায়ে ২০২ পরিবার পাচ্ছে ঘর

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৬:০৯

গাজীপুরে দ্বিতীয় পর্যায়ে ২০২ পরিবার পাচ্ছে ঘর
ফাইল ছবি

গাজীপুরের দ্বিতীয় পর্যায়ে ২০২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ জুন ওইসব ঘরের চাবি ও জমির নামজারী খতিয়ান হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

এ ঘর ও জমি হস্তান্তর কার্যক্রম নিয়ে শুক্রবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোসা. তানিয়া তাবাসসুম প্রমুখ সংবাদ সম্মেলনে অংশ নেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ শতাংশ জমিসহ পাঁচটি উপজেলায় ২৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে এবং দ্বিতীয় পর্যায়ে এরকম আরো ২০২ পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে।

দুই কক্ষের প্রতিটি ঘরের সঙ্গে একটি বারান্দা, রান্নাঘর ও টয়লেট সংযুক্ত রয়েছে। এসব ঘরে বিনামূল্যে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থায় করা হয়েছে।

বাংলাদেস জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত