ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

চীনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষার্থী ও উন্নয়নকর্মীরা

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৬:১০

চীনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষার্থী ও উন্নয়নকর্মীরা
ফাইল ছবি

সারা দেশের মতো বরিশালেও চীনের সিনোফার্মের উৎপাদিত করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকা প্রদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে টিকার পরিমাণ কম হওয়ায় মাত্র একটি কেন্দ্র থেকে এ টিকা দেয়া হচ্ছে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ এবং ইনফরমেশন অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের এই টিকা দেয়া হচ্ছে।

টিকা নিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী এবং চীনা নাগরিকদের এই দফায় টিকা দেয়া হচ্ছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, এই দফায় বরিশালে ৩৯ হাজার ৬শ’ চীনা সিনোফার্মের টিকা এসেছে। সরকারি নির্দেশনা অনুসারে টিকা প্রদান শুরু হয়েছে। তবে টিকার পরিমাণ কম আসায় একটি কেন্দ্রে থেকেই টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত