ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

গরু কিনতে যাওয়ার পথে প্রাণ গেল ৪ জনের

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২১, ১৭:৩৩

গরু কিনতে যাওয়ার পথে প্রাণ গেল ৪ জনের
ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ছবি সংগৃহীত

যশোর ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের তিন গরু ব্যবসায়ীসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা গরু কিনতে যশোর যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। এর মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং যশোর জেনারেল হাসপাতালে একজন মারা যান। নিহতরা হলেন, রাফসান চৌধুরী সাদনাম (৩০), নাইম (৩০), মুরসালিন (৩৮) ও জনি (৪০)। আহত ব্যক্তির নাম শাহাবুদ্দিন (৪০)। নিহতদের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বলে আহত শাহাবুদ্দিন জানিয়েছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি বলেন, রোববার চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৫-৭০৫৪) নিয়ে গরু কেনার জন্য যশোরের শার্শা উপজেলার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২-৯২৬৭) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর জেনারেল হাসপাতালে আনার পর একজন মারা যায়।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত