ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে কঠোর বিধিনিষেধ কাযর্করে মাঠে সেনাবাহিনী

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ১৩:৫৯  
আপডেট :
 ০১ জুলাই ২০২১, ১৭:৫৩

গোপালগঞ্জে কঠোর বিধিনিষেধ কাযর্করে মাঠে সেনাবাহিনী

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে গোপালগঞ্জে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২ প্লাটুন সদস্য। ৬০ জন সেনা সদস্য ৫ টি দলে ভাগ হয়ে জেলা সদরসহ ৫ উপজেলায় নিয়োজিত রয়েছে। প্রতি দলে এক জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, আর্ম ব্যাটেলিয়নের সদস্যরা সাথে রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিধিনিষেধ কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে প্রতিটি হাটবাজার বিধিনিষেধের আওতায় রাখতে আলাদাভাবে কাজ করা হচ্ছে। গ্রাম পুলিশের সমন্বয়ে গ্রামে হাটবাজার মনিটরিং করা হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত এই বিধিনিষেধ কাযর্কর থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯৪ জন। শনাক্তের হার শতকরা ৫০ দশমিক ২৬ ভাগ। এ পযর্ন্ত জেলায় মোট ২৬ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত ৫ হাজার ৪৯ জন। আর মৃত্যু হয়েছে ৫৫ জনের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত