ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

করোনায় ইবির আরেক অধ্যাপকের মৃত্যু

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১১:৫১  
আপডেট :
 ২৭ জুলাই ২০২১, ১১:৫৮

করোনায় ইবির আরেক অধ্যাপকের মৃত্যু

করোনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অধ্যাপক আকরাম হোসেন মজুমদার এবং তার সহধর্মিণী একই বিভাগের শিক্ষিকা ড. মাকসুদা আক্তার মুনিয়াসহ তার দুই সন্তান করোনায় আক্রান্ত হন।

পরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ জুলাই তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

পরবর্তীকালে তার শারীরিক অবস্থা ক্রমশ আরও খারাপের দিকে যেতে থাকলে রোববার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. আকরাম হোসাইন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত