ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শেরপুরে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় পুলিশ

  শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০৬

শেরপুরে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় পুলিশ
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মিনহাজ, ছবি: প্রতিনিধি।

শেরপুরের ঝিনাইগাতীতে মিনহাজ (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গত ১৭ দিন যাবত নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা এরশাদ আলী বাদী হয়ে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে থানায় জিডি দায়ের করেন। এর পরপরই পুলিশ ওই শিক্ষার্থীর সন্ধান পেতে সারা দেশে ছবিসহ বেতার বার্তা পাঠায়।

মিনহাজের বাড়ি উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামে। সে স্থানীয় ধানশাইল চকপাড়া বাকাকুড়া বাইতুস ছালাম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

নিখোঁজের ঘটনায় থানায় জিডি দায়ের হলেও রোববার সকাল পর্যন্ত ওই শিক্ষার্থীর কোন সন্ধান পাওয়া যায়নি। থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, শিক্ষার্থী মিনহাজ গেল ২৭ আগস্ট সকালে বাকাকুড়া বাইতুস ছালাম কওমী মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দিন শেষে ছেলে বাড়িতে ফিরে না আসায় তার বাবা এরশাদ আলী ওই মাদ্রাসায় গিয়ে তার ছেলের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ওই মাদ্রাসার চারজন শিক্ষক মিনহাজ শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি বলে জানায়।

জিডিতে মিনহাজের বাবা এরশাদ আলী উল্লেখ করেন তার ছেলে কখনও মোবাইল ফোন ব্যবহার করতো না।

ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, জিডি দায়ের হওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। এ ছাড়া ওই শিক্ষার্থীর সন্ধান পেতে সারা দেশে ছবিসহ বেতার বার্তা পাঠানো হয়েছে।

কেউ তার সন্ধান পেলে মোবাইল (০১৩২০১০৬২৭৩) নাম্বারে অবহিত করতে বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত