ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রাজবাড়ীতে পেঁয়াজের দাম এক সপ্তাহে দ্বিগুণ

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ১১:৩৫  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০২১, ১১:৫১

রাজবাড়ীতে পেঁয়াজের দাম এক সপ্তাহে দ্বিগুণ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। পেয়াজের দাম এক সপ্তাহে তিন বার বেড়েছে।

বর্তমানে এক কেজি পেঁয়াজের দাম ৭৫ টাকা। গত সপ্তাহেও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকায় আজ (১৭ নভেম্বর) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। গতকালও পেঁয়াজের দাম ছিল ৭০ টাকা। আজ পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। গত শনিবারও পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৬ শ’ টাকা মন। একই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা মণ দরে।

এ ব্যাপারে ব্যাবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেও আমদানি কম। তাই বাজার দরও বেশি। কিনতে হচ্ছে বেশি দামে, তাই কম দামে বিক্রি করতে পারছি না।

ক্রেতারা বলছেন, ‘এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। এ কারণে স্বল্প আয়ের মানুষ বাজারে এসে রীতিমতো হিমশিম খাচ্ছে। সাধারণ ক্রেতারা পেঁয়াজসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত