ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় অটোচালকের কারাদণ্ড

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ১৩:৩৫  
আপডেট :
 ২০ নভেম্বর ২০২১, ১৩:৪৩

দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় অটোচালকের কারাদণ্ড
প্রতীকি ছবি

মাদারীপুরের শিবচরে কলেজছাত্রী দুই বান্ধবী অটোরিকশায় করে ঘুরতে বের হয়ে চালকের দ্বারা ইভটিজিং শিকার হয়। পরে অটোচালককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজা প্রাপ্ত অটোচালক হিরো খানকে (২৯) উপজেলার পাঁচ্চর এলাকার বড় বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।

ভুক্তভোগী দুই ছাত্রী জানান, শুক্রবার সন্ধ্যায় যাদুয়ারচর গ্রামের কলেজপড়ুয়া দুই বান্ধবী পাঁচ্চর যাওয়ার উদ্দেশ্যে একাত্তর সড়ক থেকে একটি অটোরিকশায় চড়েন। এসময় অটোরিকশায় অন্য কোনও যাত্রী ছিল না। এই সুযোগে অটোচালক হিরো ওই দুই ছাত্রীকে দেখিয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে থাকে। এসময় ভয়ে ওই দুই বান্ধবী কোনও প্রতিবাদ না করে বসে ছিল। কিন্তু অটোরিকশাটি পাঁচ্চর স্ট্যান্ডে আসার পর তাদের না নামিয়ে চালক দ্রুতগতিতে কাঁঠালবাড়ি ঘাটের দিকে যেতে থাকে। তখন অটোচালকে থামতে বলার পরও সে না থামিয়ে যেতে থাকালে ছাত্রীরা পেছন থেকে তার শার্টের কলার চেপে ধরে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক পাঁচ্চর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোরিকশাটি আটক করে।

পরে স্থানীয় বাসিন্দারা ৯৯৯-এ ফোন দিলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অটোচালক হিরোকে আটক করে। আর দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করে।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, দুই কলেজছাত্রী যাত্রীদের সঙ্গে ইভটিজিং অপরাধে এক অটোচালককে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত