ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রামপুরায় শিক্ষার্থী নিহত: হেলপার আটক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১০:৫৩  
আপডেট :
 ৩০ নভেম্বর ২০২১, ১১:৪৩

রামপুরায় শিক্ষার্থী নিহত: হেলপার আটক
ছবি- সংগৃহীত

বাসের ধাক্কায় রাজধানীর রামপুরায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসির ফলপ্রত্যাশী মাঈনুদ্দিন নিহত হওয়ার ঘটনায় বাসচালকের সহযোগী (হেলপার) চান মিয়াকে সায়দাবাদ এলাকা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার সকালে বাংলাদেশ জার্নালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সোমবার রাতে মাইনুদ্দিন নামের এক ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়ে বাসের হেলপার। পরে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় সে। এরপর চলন্ত বাস তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই শিক্ষার্থীর মৃত্যু হয়। এঘটনায় হেল্পার চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানের হল মার্কেটের সামনে সড়ক পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাকের ধক্কায় ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। পরেরদিন ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় সংবাদমাধ্যমের কর্মী আহসান কবির খান এর নির্মম মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/ এফজেড/এমএস

  • সর্বশেষ
  • পঠিত