ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

নির্ধারিত সময় পার হলেও চলছে ভোটগ্রহণ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৫৭

নির্ধারিত সময় পার হলেও চলছে ভোটগ্রহণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণের নির্ধারিত সময় ছিলো সকাল আটটা থেকে বিকাল চারটা। তবে বিকেল চারটা পার হওয়ার পরেও লাইনে অনেক ভোটার দাঁড়িয়ে থাকায় ৬২ নম্বর কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

ইভিএম বিড়ম্বনার জন্য সকালের দিকে শুরুতে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিলো ধীরগতির। ভোটারদের ভোট কাস্টিংয়ে সময় লেগেছে অনেক। আবার সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতিও।

এদিকে সকালের ইভিএম বিড়োম্বনা আর ভোটারদের দেরি করে ভোট দিত্যে আসায় নির্ধারিত সময়ের পরেও অনেক ভোটার ছিলো লাইনে দাঁড়িয়ে। সেই সকল ভোটারদের ভোট গ্রহণ করতেই নির্ধারিত সময় বিকাল চারটার পরেও চলে ভোটগ্রহণ।

এর আগে আরেক কেন্দ্র নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পুরুষকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, বিভিন্ন কারণে কিছুটা ধীরগতিতে ভোটগ্রহণ চলছে, তবে যতক্ষণ ভোটার আছে, ততক্ষণ ভোট চলবে।

এদিকে নির্ধারিত সময়ের পর বিকেল সাড়ে ৪ টায় এসে শেষ হয় আরেক ভোটগ্রহণ কেন্দ্র শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত