ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

জোড়া খুনের ২৮ বছর পর সাতজনের ৭ বছর করে কারাদণ্ড

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৫:৫৩

জোড়া খুনের ২৮ বছর পর সাতজনের ৭ বছর করে কারাদণ্ড
ছবি- প্রতিনিধি

নাটোরের সিংড়ায় জোড়া খুন মামলায় ৭ জনের সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় দেন।

আদালত সূত্র ও আইনজীবীরা জানান, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারি উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রামে শবেবরাতের রাতে শিরনি বিতবরণকে কেন্দ্র করে আক্কাস আলী, সিকিম প্রাং এর সাথে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কুদ্দুস সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম নিহত হয়।

এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২৮ বছর পর আদালত আজ ৭ জনকে সাত বছর করে কারাদণ্ড ও একজনকে খালাসের আদেশ দেন।

মামলার অপর দুই আসামির মৃত্যু হয়েছে। মামলার রায় পড়ে শোনানোর সময় অভিযুক্তরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত