ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ফরিদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছে ১৮৬১১ জন

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২২, ১০:৫৫

ফরিদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছে ১৮৬১১ জন
ছবি: প্রতিনিধি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফরিদপুরের ২৭টি কেন্দ্রে ১৮ হাজার ৬'শ ১১জন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র সমূহে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করছেন ২৮ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৩ জন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভিজিল্যান্স টিম পরিচালনা করছেন। এদিকে ২৮ জন কেন্দ্র সচিব, ৭৭৩ জন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে।

জানা যায়, ফরিদপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং পরীক্ষা চলাকালীন কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা প্রদান সংক্রান্ত ব্রিফিং করছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সকাল ৮টায় ফরিদপুর সার্কিট হাউজে এ ব্রিফিং করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ফরিদপুর জেলা প্রশাসন সর্বাত্মক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে। সুষ্ঠু ও সুন্দরভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি এ জেলা প্রশাসকের।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত