ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

কৃষকের পাকা ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক দল

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২২, ১৬:৫৫

কৃষকের পাকা ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক দল
ছবি: প্রতিনিধি

শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় ধান কাটতে না পারায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া এলাকায় অসহায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে হাকিমপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল।

শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের দুই কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে দেন তারা।

হাকিমপুর উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, যুগ্ম আহব্বায়ক সেলিম শেখ , মাহবুব রহমান, যুবদলের আহবায়ক শাহ আলম, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম দুলাল, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক লাবু চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেক।

স্বেচ্ছোসেবক দলের আহ্বায়ক আলী হোসেন বলেন, শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় ধান কাটতে না পারা অসহায় কৃষকদের বিনামূল্যে আমরা ধান কেটে দিচ্ছি। আমাদের ধান কাটা চলোমার থাকবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত