ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২২, ২৩:০১

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
ছবি: সংগৃহীত

যে সকল ব্যাংক হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত, সে সকল ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (২৮ মে) পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার রা‌তে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৮ মে পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দেয়া হ‌লো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ দেয়া হয়েছে।

আগামী জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। মহামারির কারণে দুই বছর বিরতির পর বিদেশিরা এবার হজে যেতে পারছেন।

বাংলাদেশ থেকে এবার হজ ফ্লাইট ৩১ মে শুরুর পরিকল্পনা ছিলো। কিন্তু সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন তা শুরু হবে বলে জানা গেছে। এবার হজ পালনে দেশের ৫৭ হাজার নাগরিক সৌদি আরব যাত্রা করবেন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত