ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ধামরাইয়ে ৪ ক্লিনিক বন্ধের নির্দেশ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০৩

ধামরাইয়ে ৪ ক্লিনিক বন্ধের নির্দেশ
ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অভিযান পরিচালনা করে ৪ টি ক্লিনিককে বন্ধের নির্দেশনা প্রদান করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পরই ধামরাইয়ে অনিবন্ধিত ক্লিনিকসমূহে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় সনদ ছাড়া চিকিৎসক পরিচয়ে ডেন্টাল ক্লিনিক পরিচালনার দায়ে রুমা ডেন্টাল কেয়ার, মামুন ডেন্টাল কেয়ার নামের দুটি ক্লিনিককে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও অনিবন্ধিত ও মেডিকেল টেকনোলোজিস্ট না থাকায় আবির ডায়াগনস্টিক সেন্টার ও সন্ধানী এক্সরে অ্যান্ড প্যাথলজিতে ল্যাব না থাকায় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তবে এই দুই ক্লিনিককে আনুষাঙ্গিক বিষয়ে মানোন্নয়নসহ অনলাইন নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ধামরাইয়ের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ৭২ ঘন্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত