ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বরগুনার বেতাগী উপজেলায় ১৪৪ ধারা জারি

  বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ২০:২৯

বরগুনার বেতাগী উপজেলায় ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে উক্ত এলাকার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

রোববার বিকেলে একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপ আলাদা স্থানে কর্মিসভার আয়োজন করে। এতে সকাল থেকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কসহ পুরো পৌর শহরে থমথমে পরিবেশ দেখা দেয়। উক্ত দুই গ্রুপের ডাকা সভার জেরে সংঘর্ষ-হামলার শঙ্কা তৈরি হয়।

এ নিয়ে রোববার দুপুরে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্যসচিব তারিকুজ্জামান টিটুসহ জেলা নেতারা এলেও দুই গ্রুপ এক না হয়ে আলাদা জায়গায় কর্মিসভা করার কথা জানান। এতে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত