ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মারা গেলেন খুমেক হাসপাতালের সাবেক অধ্যক্ষ আহাদ

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২২, ০২:০১  
আপডেট :
 ২৮ জুলাই ২০২২, ০২:১৯

খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল আহাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রোগী দেখার সময় হঠাৎ বুকে ব্যথা উঠে। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মৃত্যুর পর তার দেহ জোহরা মেমোরিয়াল ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার মরদেহ শেষবারের মতো দেখার জন্য ভিড় করছেন শুভাকাঙ্ক্ষিরা।

অধ্যাপক ডা. মো. আব্দুল আহাদ তিন সন্তানের জনক ছিলেন। বড় ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্নি শেষ করেছেন। মেজো ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। মেয়ে ঢাকায় এমবিবিএস দ্বিতীয় বর্ষে পড়েন।

জানা গেছে, ২০২০ সালে খুলনা মেডিকেল কলেজ থেকে অবসরে যান ডা. আব্দুল আহাদ। অবসরে যাওয়ার পর তিনি নিজ বাসভবনে জোহরা মেমোরিয়াল নামে একটি ক্লিনিক পরিচালনা করেন। সেখানে থেকে তিনি রোগীদের চিকিৎসা পরামর্শ দিতেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত