বঙ্গবন্ধুর সমাধিতে নেপালের সংসদীয় প্রতিনিধি দলের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৮:২২ আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৯:৪১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নেপালের সংসদীয় কমিটির ৮ সদস্যের একটি দল।
|আরো খবর
শুক্রবার বিকেলে পবিত্র নিরুলা খারেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে ঘুরে দেখেন। পরে তারা উন্মুক্ত থিয়েটার মঞ্চের পাশে বকুল গাছের চারা রোপণ করেন।
এ সময় চাঁদারাতা কুমারী, ডা. দীপক প্রকাশ ভট্ট, দেব প্রসাদ তিমলসেনা, লীলা দেবী সিতৌলা, নারদ মুনি রানা, সরলা কুমারী যাদব ও গোপাল সিগদেল উপস্থিতি ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এসকে