ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা কমলেও বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৪

চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা কমলেও বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী
ছবি- প্রতিনিধি

চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা কমে গেলেও প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ। আর ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলার ১৫ উপজেলায় ৯১ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর ৭৬ জন সুস্থ হয়েছেন। এর আগে শুক্রবার তার আগের ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া চলতি মাসে তিন দিনে ২৮৪ জন আক্রান্ত হয়েছে।

সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগই পানি অথবা বাইরের খাবার খাওয়ার কারণে। কিছু কিছু রোগী পেয়েছেন, যাদের আক্রান্ত হওয়ার কারণ অজানা। অন্য বছরের তুলনায় এ সময়ে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

সবাইকে পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়ে ডা. মো. মামুনুর রশীদ বলেন, খাবারের আগে সবাইকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, শৌচাগার থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পানি ব্যবহারে হাইজিন থাকতে হবে। বাইরের পচা বাসি খাবার খাওয়া যাবে না।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, মূলত গরম বাড়ার কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তাই বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। বিশুদ্ধ পানি বেশি বেশি পান করতে হবে। ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি বলেন, বর্তমানে ডায়রিয়া রোগীর চিকিৎসায় ১৫টি উপজেলায় ২৮৪টি মেডিকেল টিম কাজ করছে। আক্রান্তদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রয়েছে।

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.২৯ শতাংশ। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৫১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৫৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত