ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৫৮৮ কোটির বাজেট ঘোষণা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:৫১  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০২২, ২১:০৯

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৫৮৮ কোটির বাজেট ঘোষণা
মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

চলতি ২০২২-২০২৩ অর্থবছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নতুন এ বাজেট ঘোষণা করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার দুপুরে নগরীর দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র আইভী।

বাজেট ঘোষণা শেষে মেয়র বলেন, ‘গত অর্থবছরের চেয়ে চলতি বছরের বাজেটে একশ কোটি টাকা কম ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা। উদ্বৃত্ত থাকবে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।’

আইভী বলেন, বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহে।

নগরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র বলেন, ‘পরিবেশবান্ধন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং দারিদ্র্যমুক্ত পরিকল্পিত নগর গঠনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চাই।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বাজেট অধিবেশনে সভাপত্বি করেন।

২০১১ সালের ৩০ অক্টোবর সিটি নির্বাচনে জয়ী হয়ে ২০১২ সালে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। এরপর থেকে তিনি প্রতি অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত