ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মোবাইল ফোন ব্যবহার, ১৪ শিক্ষককে কেন্দ্র থেকে অব্যহতি

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪০

মোবাইল ফোন ব্যবহার, ১৪ শিক্ষককে কেন্দ্র থেকে অব্যহতি
প্রতীকী ছবি

চট্টগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে হলরুমে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ১৪ শিক্ষককে কেন্দ্র প্রত্যবেক্ষণ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

শনিবার লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭ জন এবং দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন শিক্ষকের পকেটে মোবাইল পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের অব্যহতি দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, পরীক্ষা চলাকালীন সময় মোবাইল ফোনসহ দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই। যেহেতু দায়িত্ব পালনকালে তাদের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ইংরেজি ১ম পত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত