ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

হাতিয়ায় জলদস্যু গ্রুপের গোলাগুলিতে নিহত ৩

  হাতিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:২২

হাতিয়ায় জলদস্যু গ্রুপের গোলাগুলিতে নিহত ৩
অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড । ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই জলদস্যু গ্রুপের গোলাগুলিতে তিন দস্যু মারা গেছে। মেঘনার ঘাসিয়ারচর এলাকায় জলদস্যু ফোকরা ও ফখরুল বাহিনীর মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. কবির (৩৫), মো. শাহরাজ (৩৬) ও নবীর উদ্দিন ওরফে নূর নবী (৩৬)। নিহতরা ফখরুল বাহিনীর সদস্য বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাশগুলো উদ্ধার করে চেয়ারম্যানঘাটে নিয়ে আসা হয়। লাশগুলো শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা শফিউল কিঞ্জল বলেন, কোস্টগার্ডের তিনটি দল যৌথ অভিযান পরিচালনা করে। পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ পাঁচজন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুটি গুলিসহ বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র ও রড উদ্ধার করা হয়েছে।

আটক জলদস্যুরা হলেন সুবর্ণচরের আটকপালিয়ার মো. জিন্টু (৩৬), লক্ষ্মীপুরের আলেকজান্ডারের চরের আবদুল্যাহর মো. হারুন (৩৭), রামগতির চরগাজীর মো. লিটন (৩৫), কমলনগরের চর কালিনীর মো. মোশারফ (৩৬) ও আলেকজান্ডারের মো. আজিম ব্যাপারী (২৭)।

বাংলাদেশ জার্নাল/মনির

  • সর্বশেষ
  • পঠিত