ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নির্ধারিত দামে মিলছে না তেল-চিনি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ১৮:১৪  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০২২, ১৮:২০

নির্ধারিত দামে মিলছে না তেল-চিনি
ফাইল ছবি

সয়াবিন তেল ও চিনির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। নতুন দাম দিয়ে বাজারে পাওয়া যাচ্ছে না তেল-চিনি। নতুন দামের বাইরে বেশি দামে কিনতে হচ্ছে কোথাও কোথাও।

বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম কেজিতে বাড়ানো হয়েছে ১৩ টাকা। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, খোলা বাজারে নির্ধারিত দাম থেকে ১০ টাকা বেশি এবং পাইকারি বাজারে ৩-৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

রায়ের বাজারের এক দোকানি বলেন, খোলা সয়াবিন তেল পাইকারিতে বিক্রি হচ্ছে ১৮৮-১৯০ টাকা এবং খুচরায় বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকায়। এছাড়া পাইকারিতে খোলা চিনি বিক্রি করছি ১১০ টাকা কেজি দরে। তবে খুচরায় অনেকে ১২০ টাকা কেজি দরেও বিক্রি করছে।

এতে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বাজারে নির্ধারিত দামে কোথাও তেল-চিনি বিক্রি করতে দেখা যায়নি।

এদিকে জানা গেছে, দোকানপাটে তেলের কার্টন আসছে। সরবরাহ আরও বাড়বে বলে জানান বিক্রেতারা। তবে বাজার ঘুরেও চিনি পাওয়া যাচ্ছে না। শুধু তেল-চিনি নয়, চড়া ডাল-আটার দামও।

তবে শীতের সবজিতে আছে স্বস্তি। শিম, মুলার কেজি ৫০ টাকার মধ্যে। কমেছে ফুলকপি-বাঁধাকপির দামও। তবে টমেটোর কেজি এখনও ১০০ টাকার ওপরে।

আরও পড়ুন: ফের বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত