ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

৯ দিনে ১০৭

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:৫৪

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ নবজাতক ও শিশু ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ৯ দিনে এই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০৭ জনে।

হাসপাতালে সেবা দেয়া চিকিৎকরা দাবি করছেন, নবজাতক ওয়ার্ডে মারা যাওয়া বেশির ভাগ শিশুর জন্মগত শারীরিক ক্রটি ছিল।

এদিকে, আবহাওয়ার কারণে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনেই মারা যাচ্ছে নবজাতক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী বলছেন, বাড়িতে কিংবা বেসরকারি হাসপাতালে যত্রতত্র ডেলিভারি করার কারণে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৯৫ শতাংশ নবজাতকই মারা যাচ্ছে।

গড়ে প্রতিদিন ৮/৯ জন শিশু মারা যাচ্ছে। নবজাতকরা জন্মগত শারীরিক ত্রুটি ও শিশুরা ঠান্ডাজনিত রোগে মারা যাচ্ছে। গত ৯ দিনে নবজাতক ওয়ার্ডে মারা গেছে ৮৮ জন এবং শিশু ওয়ার্ডে মারা গেছে ২৫ জন শিশু। নবজাতক ও শিশু ওয়ার্ডের ১১০ বেডে রোগি ভর্তি রয়েছে সাড়ে ৬০০। অনেকে মেঝে এবং বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন।

এ অবস্থায় নবজাতক মৃত্যুরোধে গর্ভবতী মায়ের যত্নের পাশাপাশি দক্ষ চিকিৎসক দিয়ে ডেলিভারি করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত