ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:০৫

গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাও নিবেদন করেন তিনি।

সোমবার সকালের দিকে আশ্রম পরিদর্শনে যান তিনি। গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত 'সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানেও অংশ নেন হাইকমিশনার।

ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণের পাশাপাশি সুধীসমাজ ও শিক্ষাবিদগণ এই মতবিনিময়সভায় যোগ দেন।

হাইকমিশনার ভার্মা তার বক্তব্যে গান্ধীজির সত্য, মানবতাবাদ ও অহিংসার দর্শনের পথপ্রদর্শনকারী আলোয় আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলার পথ দেখানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রকৃতির সঙ্গে সংগতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রতমদের ক্ষমতায়নের লক্ষ্যে তার দৃঢ় সংকল্প এবং 'বসুধৈব কুটুম্বকম্' বার্তার ওপর জোর দেন তিনি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত