ঢাকা, রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৮:৫১  
আপডেট :
 ০৯ জুন ২০২৩, ১৮:৫৬

মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে মাঠে ইরি ধান লাগানোর সময় বজ্রপাতের মো. রাকিবুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের মহসিন মিয়ার ছেলে। পেশায় তিনি দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংগাইর উপজেলার বাহাদিয়া এলাকার শের আলীর জমিতে ইরি ধান লাগাচ্ছিলেন শ্রমিক রাকিবুল ইসলাম। হঠাৎ বৃষ্টি সঙ্গে বজ্রপাত হয়। এতে রাকিবুল ঘটনাস্থলেই মারা যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত