ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন শতাধিক হিজড়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০৬

শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন শতাধিক হিজড়া

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা প্রাণ দিয়েছিলেন, সেই সব শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন হিজড়া জনগোষ্ঠী। ঢাকা শহরের ৯টি থানা থেকে শতাধিক হিজড়া বুধবার প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পার্বতী হিজড়া বলেন, আগেও বিচ্ছিন্নভাবে কেউ কেউ এসেছি।আনুষ্ঠানিকভাবে এবারই আমাদের প্রথম আসা।

বাংলাদেশ হিজড়া ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক অনু হিজড়া বলেন, ‘আমরা ২০১৩ সালের ১০ নভেম্বর তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাওয়ারর পর থেকেই সাধারণ মানুষের মতো সব সামাজিক অনুষ্ঠানে অংশ নেই। এরই ধারাবাহিকতায় আজ আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে পেরে আমরা গর্বিত।’

পথচারী আহমদ নূর বলেন, খুব ভাল লাগছে তৃতীয় লিঙ্গের মানুষরা এখন জাতীয় অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছে। এমন অংশগ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে যে অন্যদের মতো সমানভাবে কাজ করতে পারবে তা বোঝা যাচ্ছে।

২০১৩ সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয় সরকার।অবহেলিত এই জনগোষ্ঠী সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতেই এই স্বীকৃতি দেয়া হয়।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত