ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ০৯:৩২  
আপডেট :
 ১২ মার্চ ২০১৮, ১১:৫৯

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

নারায়ণগঞ্জের সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জিল্লু বাহিনীর প্রধান জিল্লুসহ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। সোমবার ভোর ৪টার দিকে আলীরটেক ইউনিয়নের ধলেশ্বরী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব- ১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, ভোর ৪টার দিকে সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন এলাকায় ধলেশ্বরী নদীতে ডাকাত সর্দার জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়। খবর পেয়ে সেখানে ডাকাতদের ধরতে গেলে জিল্লু বাহিনীর প্রধান জিল্লু রহমানসহ তার সহযোগীরা র‌্যাবের ওপর গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার জিল্লু ও আরেক ডাকাত গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাত দলের অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের ডিএভি ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও সৈনিক জামাল আহত হয়েছেন বলে দাবি করেছেন আলেপ উদ্দিন। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানিয়েছেন। এমএ/

আরও পড়ুন :

চট্টগ্রামে হত্যা-ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে: ৫ হাজার ঘর ভস্মীভূত

  • সর্বশেষ
  • পঠিত