ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

পুকুরে পড়ে ভাই-বোনসহ প্রাণ গেল তিন শিশুর

  প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ২২:১২

পুকুরে পড়ে ভাই-বোনসহ প্রাণ গেল তিন শিশুর
চাঁদপুর জেলার মানচিত্র।

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়।

নিহতরা হলো- ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়ির পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩)।

সামিউলের স্বজন ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল আপন ভাইবোন সামিউল ও সামিয়া। খেলতে গিয়ে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। পরে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন।

একইদিনে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর খামার বাড়ির পুকুরে ডুবে বায়েজিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়।

মা কুলসুমা বেগম জানান, সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় বায়োজিদ। বহু খোঁজাখুঁজির পরে দুপুরে তার মরদেহ ভেসে ওঠে পুকুরে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

বাংলাদেশ জার্নাল/এসএ

  • সর্বশেষ
  • পঠিত