ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

তারেক বাংলাদেশের নাগরিক নন প্রমাণ দিলেন প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৪১  
আপডেট :
 ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৫৭

তারেক বাংলাদেশের নাগরিক নন প্রমাণ দিলেন প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আর বাংলাদেশের নাগরিক নন। এ সময় সাংবাদিকদের তিনি যুক্তরাজ্যের হোম অফিসের মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশনে জমা দেয়ার একটি নথি দেখান।

পাসপোর্ট জমা দেয়ার প্রমাণ দেখাতে বিএনপির চ্যালেঞ্জ আর তারেক রহমানের উকিল নোটিসের পর সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে করেন প্রতিমন্ত্রী।

সেখানে তিনি বলেন, ২০১৪ সালের ২ জুন ব্রিটিশ হোম অফিসের মাধ্যমে তারেক নিজের ও তার স্ত্রী এবং মেয়ের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ফেরত পাঠান। এত কিছুর পরও যদি কারও কোনো প্রশ্ন থাকে, তাহলে বলব লন্ডনে আমাদের বাংলাদেশ হাইকমিশনে গিয়ে দেখে আসবেন।

শাহরিয়ার আলম আরো বলেন, আমি শুনেছি একটি উকিল নোটিস ইস্যু করেছেন তারা। একটি বিষয় ভালো লাগল, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা বোধ হয় পুনঃস্থাপিত হয়েছে।

গত শনিবার লন্ডনে এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক জিয়া বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন।

তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে উকিল নোটিশ পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নোটিসে ১০ দিনের মধ্যে প্রতিমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত