ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

কাঁদছে শ্রাবণের আকাশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ১১:১০

কাঁদছে শ্রাবণের আকাশ

ভোররাত থেকেই কাঁদছে শ্রাবণের আকাশ। কারণ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে মঙ্গলবার ভোররাত থেকেই সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আকাশে ৯০ শতাংশ মেঘ থাকায় এবং প্রায় ৮০ শতাংশের উপর আর্দ্রতা বিরাজ করায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার সারাদিন চট্টগ্রাম, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাছাড়া লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত