ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মদপানের সময় এফডিসি ভবন থেকে পড়ে প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১১:২৮

মদপানের সময় এফডিসি ভবন থেকে পড়ে প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু
ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নিহতের নাম আবু সিদ্দিক (৫০)। তিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন বলে জানা গেছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আবু সিদ্দিকের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কার্তিকপুরে। তিনি রাজধানীর কাঁঠালবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

সিদ্দিকের স্ত্রী কাজল ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে এফডিসির ৮ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে আবু সিদ্দিক পড়ে যান। এ সময় তিনিসহ কয়েকজন মদপান করছিলেন।

গুরুতর আহত অবস্থায় সিদ্দিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান কাজলসহ কয়েকজন। রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত