ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নেত্রকোনায় মঈনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ

  নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১৪:৩৬  
আপডেট :
 ২৫ অক্টোবর ২০১৮, ১৪:৪৪

নেত্রকোনায় মঈনুলের  বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ

নেত্রকোনায় মানহানির মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন নেত্রকোনা আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিজ্ঞ জজ মো. শরিফুল হক এই আদেশ দেন।

এদিকে বুধবার দুপুরে নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ বাদী হয়ে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানিকর একটি মামলা দায়ের করেন।

বেসরকারী টেলিভিশনের টকশোতে ব্যারিস্টার মঈনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রীন বলে অপমান করায় মানহানি হয়েছে। তাই নেত্রকোনা আদালত আজ এই আদেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মনোয়ারুল হক পারভেজ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মঈনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে অপমান করায় সমগ্র নারী সমাজকে অপমান করা হয়েছে বলে মনে করেন মামলার বাদী। এ কারণে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন কামরুন্নেছা আশরাফ। এসময় মঈনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির বাদী করেন মামলার বাদী।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত