ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ০৯:১৮  
আপডেট :
 ০৬ জানুয়ারি ২০১৯, ০৯:৩৮

বরিশালে দুই লঞ্চের সংঘর্ষে যু্বক নিহত
বরিশালে ২ লঞ্চের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বরিশালের কালীগঞ্জে মেঘনা নদীর মোহনায় ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

রবিবার ভোর রাতে বরিশাল ঢাকা নৌ-রুটে যাত্রী পরিবহনকারী এমভি এ্যাডভেঞ্চার-৯ ও সুন্দরবন-৬ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।

অ্যাডভেঞ্চার লঞ্চের প্রত্যক্ষদর্শী যাত্রী হোসেন আহমেদ বলেন, তাদের লঞ্চটি এক হাজারের বেশি যাত্রী নিয়ে রাত ৯টার দিকে বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু, পথিমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীর একটি চরে আটকে পড়ে লঞ্চটি। যে কারণে সেখানেই লঞ্চটিকে জোয়ারের অপেক্ষায় নোঙর করে রাখা হয়।

পরে আনুমানিক রাত দেড়টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন-৬ লঞ্চটি কুয়াশায় দিকভ্রান্ত হয়ে হঠাৎ নোঙর করে থাকা এ্যাডভেঞ্চার লঞ্চটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই লঞ্চের যাত্রী শাকিব (২২) নিহত হন। এ ঘটনায় দুটি লঞ্চের অন্তত ১০ জন যাত্রী আহত হন।

এ্যাডভেঞ্চার লঞ্চের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে নিহত শাকিবের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত