ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

‘আহমদ শফীর বক্তব্য নারী শিক্ষা বিরোধী নয়’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ২২:৪১

‘আহমদ শফীর বক্তব্য নারী শিক্ষা বিরোধী নয়’

নারী শিক্ষা নিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী যে বক্তব্য দিয়েছেন তা নারী শিক্ষার বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম। একই সঙ্গে তিনি আল্লামা শফীর বক্তব্যের অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানান।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জনসেবা আন্দোলন মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মানববন্ধনে মুফতি ফখরুল ইসলাম বলেন, ‘আল্লামা আহমদ শফীর বক্তব্য নারী শিক্ষার বিরুদ্ধে নয় বরং নারীদের ইজ্জত-আব্রু ও নিরাপত্তার স্বার্থে। কিছু কুচক্রী মহল আল্লামা শফীর বক্তব্য অপব্যাখ্যা করে সমালোচনা করেছেন।’

তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফী ১১ জানুয়ারি হাটহাজারী মাদ্রাসার মাহফিলে বলেছিলেন, ‌মেয়েদের কলেজ-ভার্সিটিতে পড়তে হলে পর্দার সঙ্গে পড়াবেন নাহলে নারীদের জন্য স্বল্প শিক্ষাই যথেষ্ট।’

এই বক্তব্যের অপব্যাখ্যা করে কিছু কুচক্রী মহল শফীর সমালোচনা করেছেন। ‘আহমদ শফীর বক্তব্যের অপব্যাখ্যাকারীদের শাস্তির দাবি জানাচ্ছি’ বলেও জানান মুফতি ফখরুল।

ড. কামাল ও মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফী নারীদের ইজ্জত রক্ষার কথা বলার কারণে ড. কামালরা মামলা করতে চান। বাংলাদেশের শুধু ২০১৮ সালেই ৯৪২ জন নারী ধর্ষণের শিকার, তখন ড. কামাল, ইনুদের নারী দরদ ও মামলা কোথায় থাকে? আল্লামা শফীর বক্তব্য শুনে মির্জা ফখরুল হতবাক। কিন্তু যখন শিক্ষকের হাতে, স্কুল-কলেজের ক্লাস রুমগুলোতে ছাত্রদের হাতে ছাত্রীরা ধর্ষণের শিকার হয়, যাত্রাপথে বাস-ট্রেনে নারীরা ধর্ষণের শিকার হয় তখন কোথায় থাকে তাদের নারী দরদ?’

মানববন্ধনে জনসেবা আন্দোলনের মহাসচিব মাওলানা ইয়ামিন হুসাইন আজমী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ ও ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, হাসানুল হক ইনু, আফরোজা হক রিনা ও রৌশন আরা যৌথ বিবৃতিতে সংবিধানের ২৮ এর ২ ও ৩ দ্বারা উল্লেখ করে আল্লামা আহমদ শফীকে ইসলাম ও রাষ্ট্রদ্রোহী বলতেও দ্বিধাবোধ করেননি। তাদের বলছি সংবিধান মানব কর্তৃক রচিত। আর ধর্ম, স্রষ্টা কর্তৃক রচিত। অতএব ধর্ম সংবিধানের ঊর্ধ্বে।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মুফতি আশিক জোবায়ের,মৌলানা আবুল কাশেম কাসেমী, আলহাজ মো. আজম খান, মাওলানা হোসাইন আকন্দসহ অনেকে।

  • সর্বশেষ
  • পঠিত