ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

অর্ধেক চিকিৎসককেও পাওয়া যায়নি কর্মস্থলে

অর্ধেক চিকিৎসককেও পাওয়া যায়নি কর্মস্থলে

ডিউটি টাইমে অর্ধেক চিকিৎসককেও কর্মস্থলে পাওয়া যায়নি। সোমবার রাজধানীর তিন হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে ১০টি হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে এ চিত্র উঠে এসেছে।

অভিযানের সময় উপজেলা পর্যায়ে ৬২ শতাংশ, জেলা পর্যায়ে ৪০ শতাংশ এবং রাজধানীতে ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। সোমবার এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় এই ১০টি হাসপাতালের ২৩০ জন চিকিৎসকের মধ্যে ৯২ জনের কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ মিলেছে। যেসব চিকিৎসককে সংশ্লিষ্ট হাসপাতালে পাওয়া যায়নি, তাদের চিঠি দেবে দুদক।

ঢাকায় অভিযান চালনো হাসপাতালগুলো হলো ফুলবাড়ীয়ার কর্মচারী হাসপাতাল, নাজিরা বাজারের মা ও শিশু সদন এবং মুগদা জেনারেল হাসপাতাল।

অভিযানকালে মুগদা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে অবৈধ আর্থিক লেনদেনের সময় আবু মুসা ভূঁইয়া নামে এক স্ট্রেচার বেয়ারারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছন দুদক ডিজি মুহাম্মদ মুনির চৌধুরী।

এছাড়া ঢাকার বাইরে রংপুরের পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর সদর হাসপাতাল, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর হাসপাতাল এবং আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে দুদক মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতে চিকিৎসকদের নৈতিক অবক্ষয় চরম রূপ নিয়েছে। আপাতত কাউকে গ্রেফতার করা না হলেও পরবর্তী সময়ে একই অবস্থার পুনরাবৃত্তি হলে গ্রেফতার করা হবে এবং দোষীদের চাকরি হারাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত