ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪  
আপডেট :
 ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর ডাংগাটারী মেছের ঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক নামে এক গরুর রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে পাটগ্রামের মেছেরঘাট সীমান্তের ৮০২ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক (২৮) উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার ও সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ওই সীমান্তের ৮০২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় গরু আনতে গিয়ে আসাদুল হক ও তার সহযোগীরা। এসময় তারা ভারতের প্রায় দুই‘শ গজ অভ্যন্তরে প্রবেশ করলে নিউ কুচলীবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে আসাদুল হক নিহত হয়। পরে বিএসএফ উদ্ধারকৃত গরু ও আসাদুলের মরদেহ নিয়ে যান।

ডাংগাটারী বিজিবি ফাঁড়ি ইনচার্জ শাহ আলম জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ জানাননি। তবে সংশ্লিষ্ট বাউরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত