ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পিপিএম পদক পাচ্ছেন লক্ষ্মীপুরের এসপি মাহাতাব

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৭

পিপিএম পদক পাচ্ছেন লক্ষ্মীপুরের এসপি মাহাতাব

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকের জন্য মনোনীত হয়েছেন।

আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পদক তুলে দেবেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদান, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খল রক্ষায় প্রশংসিত হওয়ায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনকে ২০১৯ সালের বাংলাদেশ পুলিশের বার্ষিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) প্রদান করা হচ্ছে।

এদিকে এ খবরে পুলিশ সুপারের শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুক, এসএমএস ও ফোন কলসহ নানাভাবে অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন তিনি।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক, পুলিশের সব সিনিয়র অফিসার, সহকর্মী ও প্রিয় লক্ষ্মীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের সেবা করাই পুলিশের কাজ। সব সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ লক্ষ্মীপুরের মানুষের সমস্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

২০১৬ সালে লক্ষ্মীপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আ স ম মাহাতাব উদ্দিন। যোগদানের পর থেকে জেলার আইনশৃংঙ্খলার উন্নয়ন, সন্ত্রাস-মাদক নির্মূলে কঠোর অবস্থান ও কমিউনিটি পুলিশিংসহ জনসম্পৃক্ত বিভিন্ন ভূমিকা পালন করে প্রশংসা অর্জন করেন। এর আগে তিনি চার বার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত