ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ঝিনাইদহের ৪ উপজেলায় ভোট ২৪ মার্চ

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৩

ঝিনাইদহের ৪ উপজেলায় ভোট ২৪ মার্চ

তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ ঝিনাইদহ জেলার ৪টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই দিনে ঝিনাইদহ জেলার ৪টি উপজেলাসহ দেশের মোট ১২৭ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু, শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ জেলার ওই ৪ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

উল্লেখ্য, এবারই প্রথম জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটে প্রার্থী হতে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত