ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৪

৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কবলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ থাকার ছয় ঘণ্টা পর ফেরি চলাচল ফের শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ১০টার দিকে ফেরি পারাপার চালু হয়।

এর আগে বুধবার ভোর ৪ টার দিকে কুয়াশাচ্ছন্ন নৌরুটে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। এ সময় নৌরুটে স্পিডবোট ও লঞ্চসহ অন্যান্য নৌযান পারাপার বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, বুধবার ভোর ৪টার দিকে নৌরুট ঘন কুয়াশাচ্চন্ন হয়ে পড়ে। এতে কর্তৃপক্ষ ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়।

এ সময় মাঝ পদ্মায় অর্ধ-শতাধিক যানবাহনসহ চারটি ফেরি নোঙরে থাকে। নৌরুটে চলাচলরত বাকি ১১ টি ফেরি শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে নোঙরে থাকে।

দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ৪ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত