ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

চকবাজারে অগ্নিকাণ্ডে ১৮ জন দগ্ধ, ২ জন আশঙ্কাজনক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৬  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১০

চকবাজারে অগ্নিকাণ্ডে ১৮ জন দগ্ধ, ২ জন আশঙ্কাজনক

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভবনে লাগা আগুনে দগ্ধ ১৮ জনসহ ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে মিডফোর্ড সলিমুল্লাহ হাসপাতালে নেওয়া হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩২টি ইউনিট একযোগে কাজ করছে।

ঢামেক পুলিশের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে দগ্ধ ১৮ জনসহ ৫০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আহতরা হলেন- আলামিন (২৫) মাথায় কাচের আঘাত। রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১), বাবুল (২৮), মোঃ শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), আঃ করিম (৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মোঃ মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), শোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), আঃ সালাম (৩৫), রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫), জিয়াউদ্দিন (২৪) আরও অনেকে

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩২টি ইউনিট একযোগে কাজ করছে। তিনি বলেন, আগুন পাশাপাশি দুই ভবনে ছড়িয়ে পড়েছে। তবে কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানানো সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পঠিত