ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে

শিগগিরই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে, প্রয়োজনে সরকারিভাবে সব রকম সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র জাতি গোষ্ঠির আয়োজনে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করা হবে।

তিনি আরো বলেন, ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষকে তাদের নিজস্ব ভাষায় শিক্ষিত করতে প্রয়োজনে ১০০ নাম্বারের বর্ণমালার ব্যবস্থা করা হবে।

এ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট জনগোষ্ঠির সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে তিনি নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে একটি শহীদ মিনার নির্মাণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাফুজ রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কালাম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত