ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বেনাপোলে ২০ সোনার বারসহ আটক ১

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৬:৩২

বেনাপোলে ২০ সোনার বারসহ আটক ১

বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ২০টি সোনার বারসহ জিকরুল আলম (৪৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার দুপুর ২টার দিকে আমড়াখালি চেকপোস্ট থেকে সোনার বারসহ তাকে আটক করে বিজিবি। আটক জিকরুল ইসলাম নড়াইল জেলার লোহগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, ঢাকা হতে বেনাপোলগামী দেশ ট্রাভেলস্ এর একটি পরিবহনে এক ব্যক্তি বিপুল পরিমাণ সোনারবার নিয়ে বেনাপোল আসছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের আওতাধীন আমড়াখালী চেকপোস্টের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬শ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ তাকে আটক করে। সোনার আনুমানিক মূল্য এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত