ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নড়াইল শহরে ভারি যানবহন চলাচল বন্ধের দাবি

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৬:৪৯

নড়াইল শহরে ভারি যানবহন চলাচল বন্ধের দাবি

নড়াইলে শহরের মধ্য দিয়ে যাত্রীবাহী বাস ও অন্যান্য ভারি যানবহন চলাচল বন্ধসহ পাঁচদফা দাবিতে ইজিবাইক সমিতি সমাবেশ করেছে।

বুধবার শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু চত্বরে ইজিবাইক সমিতির সভাপতি মো. লায়েক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি, নাজনিন সুলতানা রোজি, নারীনেত্রী আঞ্জুমান আরা বেগম, ইসমত আরা, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, ইজিবাইক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাছুম জমাদ্দার, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।

ইজিবাইক সমিতির সভাপতি লায়েক হোসেন পাঁচদফা দাবি তুলে ধরে বলেন, শহরের মধ্যে ভারী যানচলাচল বন্ধ, বাস যত্রতত্র না রাখা, আঞ্চলিক সড়কগুলোকে চলাচলের সুযোগ, ইজিবাইকের জন্য নির্ধারিত স্ট্যন্ড ও সিন্ডিকেট করে ইজিবাইক চলাচলে বাধা দেয়া বন্ধ করতে হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত