ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

এমপিওর দাবিতে দিনাজপুরে মানববন্ধন

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৭:২০

এমপিওর দাবিতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুরের বিভিন্ন বে সরকারি কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ দিনাজপুর শাখা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেরাব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক জাহেদুল ইসলাম, শরিফুল ইসলাম, মানিক, মোস্তফা, হবিবর, জুয়েল, সাজ্জাদ, হাবিব, সাদি, মোরশেদ, বন্দে আলী, সুফিয়া, এনামুল প্রমুখ।

বক্তরা বলেন , সরকারি বিধি অনুযায়ী আমাদেরকে অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আমাদের মধ্যে অনেক শিক্ষক আছেন যারা দেশের সব্বোর্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়োগ পেয়েছেন। নিয়োগের ৪/৫ বছর বছর পার হলেও আমাদেরকে এমপিওভুক্তি করা হয়নি। অর্থনৈতিকভাবে কলেজ থেকে সুবিধা না পাওয়ায় আমরা আজ অনাহার ও অর্ধাহারে নিদাতিপাত করছি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত