ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কক্সবাজারে নিরাপত্তা জোরদার

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ২৩:৩৮

বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কক্সবাজারে নিরাপত্তা জোরদার

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব। সব ধরনের নাশকতামূলক তৎপরতা দমনের লক্ষ্যে র‌্যাবের ৪টি টহল দল এবং সাদা পোষাকে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য প্রতিনিয়ত বিভিন্ন পহেলা বৈশাখ উদযাপনের স্থানগুলো পর্যবেক্ষণ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহ আলম।

তিনি জানান, কক্সবাজার এর গুরুত্বপূর্ণ স্থান গুলোতে টহল ব্যবস্থা অধিক জোরদার করা হয়েছে। সব ধরনের নাশকতা দমনের লক্ষ্যে ৪টি টহল এবং সাদা পোষাকে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য প্রতিনিয়ত বিভিন্ন পহেলা বৈশাখ উদযাপনের স্থানগুলো পর্যবেক্ষণ করছে। এছাড়াও নিয়মিত চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হচ্ছে যাতে কোন বহিরাগত সন্ত্রাসী বা নাশকতাকারী পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পহেলা বৈশাখকে সামনে রেখে জনমনে আস্থা তৈরি এবং পহেলা বৈশাখ উদযাপন পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরণের বিশেষ টহল ব্যবস্থা করা হয়েছে এবং পহেলা বৈশাখ উদযাপন শেষ না হওয়া পর্যন্ত এ টহল চলমান থাকবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত