ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পদ্মায় গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৫৪

পদ্মায় গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বাঘার মীরগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসিন আলী বিষয়টি নিশ্চত করেছেন।

নিহত শিক্ষার্থীরা হলেন, মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জীম (১৭), মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিপ্রা (১২) ও বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এশা খাতুন (৯)।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে বাঘার মীরগঞ্জ বিউপি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘটে গোসল করতে যায় তারা। এসময় কোন ভাবে তারা নদীতে ডুবে যায়। পরে শিক্ষার্থীদের ঘাটে রাখা কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা নদীতে খুঁজতে শুরু করেন। এ সময় তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের চারঘাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এসময় তিনি নিহতের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পঠিত